English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩০

আর্ট গ্যালারিতে সন্তান কোলে নগ্ন হলেন শিল্পী!!

অনলাইন ডেস্ক
আর্ট গ্যালারিতে সন্তান কোলে নগ্ন হলেন শিল্পী!!

 

একটি আর্ট গ্যালারিতে চলছিল এগজিবিশন। বিষয় ন্যুড পেইন্টিং। কিন্তু তা দেখতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়বে, তা কল্পনাও করতে পারেননি কেউ। শিল্পী স্বয়ং নগ্ন হয়ে ঘুরছেন গ্যালারিতে।

মাইলো মোয়ার-এর আকা ন্যুড পেন্টিং-এর এগজিবিশন চলছিল জার্মানির এলডব্লিউএল মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড কালচারে। সেখানে প্রধান ‘দর্শনীয় বস্তু’ হয়ে গেলেন মাইলো নিজেই। হঠাৎই সন্তানকে কোলে নিয়ে মাইলো নামে এক চিত্র-প্রেমিকের বক্তব্য, আমার মনে হয় উনি গোটা শো-এর অংশ হয়ে উঠতে চেয়েছেন। যদি তা-ই হয়, তা হলে বিষয়টি নিঃসন্দেহে অভিনব।

আর এক দর্শক টোবিয়াস মেয়ারের কথায়, আমি এইটুকু বলতে পারি, গড়পরতা এগজিবিশনের থেকে এটি অনেক ব্যতিক্রমী।

আর মোয়ার কী বলছেন? তাঁর কথায়, একটি নগ্ন শিশু এক নগ্ন মহিলার কোলেই নিরাপদ, সেটাই আমি বোঝাতে পেরেছি। নগ্নটা একটা ফর্ম। ক্যানভাস আর বাস্তবের মধ্যে মিল কতটা? দেখে নিক সকলে।