English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:০১

বিশ্বের সবচেয়ে বড় কুকুর!

অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় কুকুর!

 

দৈত্যকায় প্রাণীটির উচ্চতা প্রায় ৭ ফিট! ভয়ানক কুকুরটিকে সামনাসামনি দেখলে বুক কেঁপে উঠতে বাধ্য! এক নিমেষে সাবাড় করে দিতে পারে গরুর একটা আস্ত ঠ্যাং! গরু না মিললে আপত্তি নেই আস্ত মুরগিতেও।নাম তার কার্ট। কিন্তু মালকিন তাকে আদর করে বলে, 'বিগেস্ট কাডল মনস্টার'।  মালকিনের দাবি, তাঁর আদরের কার্টই বিশ্বের সবচেয়ে বড় কুকুর। তবে দেখতে ভয়ানক হলেও কার্ট বেশ ঠান্ডা মেজাজের কুকুর।

ছোট্ট কার্টকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন পশুপ্রেমী ট্রেসি বাকিংহাম। আর এখন সেই কার্টই তার সংসারের অন্যতম সদস্য। সংসারে রয়েছে আরও অনেক কুকুর, বিড়াল। সবার সঙ্গেই সদ্ভাব রয়েছে কার্টের। ট্রেসি বলেন, অনেকসময় দেখা যায়, সবাই একসঙ্গে জড়াজড়ি করে ঘুমাচ্ছে।

কার্টের খাওয়ার জন্য সপ্তাহে প্রায় ১০০ পাউন্ড মাংস বরাদ্দ করে রাখতে হয় ট্রেসিকে। তাকে নিয়ে রাস্তায় বের হলে কৌতূহলের অন্ত থাকে না সাধারণ মানুষের। ভিড় লেগে যায় কার্টের সাথে ছবি তোলার জন্য। এই মধুর যন্ত্রণাই কার্টকে দিয়েছে তারকাখ্যাতি।