English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫১

সেক্সপিল ভায়াগ্রা সম্পর্কে ৫ টি অজানা তথ্য

অনলাইন ডেস্ক
সেক্সপিল ভায়াগ্রা সম্পর্কে ৫ টি অজানা তথ্য

 

ভায়াগ্রার কথা তো অনেক শোনেন। যৌনক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই। সম্প্রতি মেয়েদের জন্যও ভায়াগ্রা বাজারে এসেছে। অনেক আলোচনা এই অষুধটি নিয়ে। অনেক দেশে নিষিদ্ধও করা হয়েছে। কিন্তু ভায়াগ্রা সম্পর্কে জানার আছে বেশ কিছু মজাদার তথ্য। যেগুলো জানলে আপনার ভালো লাগবে। তাই এক ঝলকে জেনে নিন, ভায়াগ্রা সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) প্রি ম্যাচুওর বেবি অথবা যেসব শিশুর ওজন কম, তাদের ওজন বাড়াতে সাহায্য করে এই ভায়াগ্রা। আসলে ভায়াগ্রাতে আছে নিট্রিক অ্যাসিড। এটা শিশুর শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে।

২) ভায়াগ্রার মাধ্যমে শুধু মানুষের শরীরেই বৃদ্ধি হয় না। ভায়াগ্রা পেলে গাছেরও বৃদ্ধি হয়। যদি গাছে ভায়াগ্রা দেওয়া হয়, তাহলে সেই গাছের বৃদ্ধি হয় এবং আরও সবুজ এবং সতেজ থাকে।

৩)স্মৃতি শক্তি বাড়াতেও ভায়াগ্রা অনেক কাজে লাগতে পারে। কিছু গবেষক এটাও প্রমাণ করেছেন যে, ভায়াগ্রা দিয়ে অ্যালজেইমা সারানো যায়।

৪) ভায়াগ্রা কিন্তু পাকস্থলীর ক্যান্সার রোধ করতে সাহায্য করে।

৫) ভায়াগ্রা শুধু যৌন উদ্দীপনাই বাড়ায় না। ভায়াগ্রা দিয়ে উচ্চ রক্তচাপ এবং জেট ল্যাগ কমানো যায়।