English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৫

হাতেনাতে ধরা খেল প্রতারক প্রেমিকা; ভ্যালেন্টাইন্স ডে-ভাইরাল!!

অনলাইন ডেস্ক
হাতেনাতে ধরা খেল প্রতারক প্রেমিকা; ভ্যালেন্টাইন্স ডে-ভাইরাল!!

 

প্রেমিককে ঠকিয়েও পার পেলেন না প্রেমিকা। নিজের সম্পর্কে একাধিক মিথ্যা কথা বলে প্রেমিককে ঠকিয়ে আসছিলেন সেই প্রেমিকা। তবে শেষরক্ষা হয়নি। গোপন অনুসন্ধানের পর এই বিষয়টি ধরে ফেলেন প্রেমিক কাইল বগেস। খবরটি ভ্যালেন্টাইন্স ডের সবচে ভাইরাল খবর।

প্রেমিকা প্রতারণা করছিলেন, তা বেশ কয়েক দিন ধরেই টের পেয়েছিলেন ইংল্যান্ডের কাইল বগেস। তার সন্দেহ হয়েছিল, প্রেমিকা একটি ডেটিং সাইটে নিয়মিত নতুন বন্ধু খুঁজে বেড়ান। তাদের সঙ্গে যত্রতত্র যান, যা-তা করেন।ধরতে পারতেন আগেই। ধরেননি। পর্দা ফাঁস করার জন্য বেছে নিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডে-কেই।

প্রেমিকার প্রতারণা ধরতে সেই ডেটিং সাইটে ফেক প্রোফাইল খোলেন কাইল। খুঁজতে হয়নি, প্রেমিকাই তাকে খুঁজে নেন মাত্র ১০ মিনিটে। এর পরে শুরু হয় প্রেমিকার লীলা। কাইল বলছেন, ও আমাকে বলল, আমি যদি কখনও ওকে ঠকাই, ও আমাকে মেরেই ফেলবে। তখনও ও বুঝতে পারেনি আমি ফেক প্রোফাইল থেকে কথা বলছি। একটা নতুন ফোন নম্বরও নিয়েছিলাম। সেখান থেকে টেক্সট করতাম নিয়মিত। দেখা করতে চাইত।

এরপর কাইল তার সাথে সম্পর্ক তৈরি করে দেখা করার জন্য বেছে নেন ভ্যালেন্টাইন্স ডে-কেই। প্রেমিকাকে ডেকে আনেন নিজের বাড়িতে। চোখ বেঁধে দেন। প্রেমিকা যখন রোম্যান্টিক গিফ্‌ট-এর অপেক্ষায়, তখনই তার হাতে তুলে দেন প্রতারণার প্রমাণ। এর পরে সটান বেরিয়ে যেতে বলেন বাড়ি থেকে।

এ বিষয়ে তার প্রেমিকার বক্তব্য হলো, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। ফলে, একটু হালকা থাকার জন্য এই সব করি। এর পরে অবশ্য তিনি বলেন, আমি এসব কেয়ার করিনা।