English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০১

মাঝরাস্তায় স্বল্পবসনা তরুণীর উদ্দাম নৃত্য; অত:পর দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক
মাঝরাস্তায় স্বল্পবসনা তরুণীর উদ্দাম নৃত্য; অত:পর দেখুন ভিডিও

 

ঘটনা ব্রাজিলের। বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে করতে যাচ্ছিলেন তরুণী। মাঝপথে আচমকা গাড়ি থেকে নেমে পড়েন। সোনালি চুলের তরুণীর রাস্তায় নেমেই সে কী নাচ! তরুণী নিজে তো বটেই। আপনারাও সম্ভবত কল্পনা করতে পারবেন না, এর পরে ঠিক কী হতে পারে। কী-ই বা করেছিলেন তরুণী? কিন্তু তার পরিণাম এমন মারাত্মক হবে, কে জানত?

কিন্তু ঘোর ভাঙল পিছনে শব্দ শুনে। তরুণীকে দেখতে পরপর থমকে যায় গাড়ি। আর তাতেই বিপত্তি। একটির পিছনে ধাক্কা লাগে আর একটির। রিলে-অ্যাকসিডেন্ট যাকে বলে আর কী!ভাগ্যিস, কারও চোট লাগেনি তেমন। লাগেনি? লেগেছে...লেগেছে। সুন্দরীকে দেখলে হৃদয়ে চোট লাগা স্বাভাবিক। সেটাই হয়েছে হয়তো।

ভিডিওটি দেখুন এখানে