English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫২

চাকরির প্রথম ১০ বছর তিনি নারী, বাকি ২ বছর পুরুষ!!

অনলাইন ডেস্ক
চাকরির প্রথম ১০ বছর তিনি নারী, বাকি ২ বছর পুরুষ!!

 

চাকরির প্রথম ১০ বছরের জন্য তাকে পুরস্কৃত করা হল নারী হিসেবে, আর শেষ ২ বছরের সম্মান প্রদান করা হল পুরুষ সেনা হিসেবে। ব্রিটিশ আর্মির সেনা ক্রিশ্চিয়ান ম্যাটি-র বয়স ৩২। তার সামরিক ক্যারিয়ারের ১২ বছর পূর্ণ হল সম্প্রতি। আর এই অবসরের সময় তার কাজে সন্তুষ্ট হয়ে ব্রিটিশ সেনাবাহিনী ম্যাটিকে প্রদান করল বিশেষ সম্মান। এই পর্যন্ত সংবাদে কোনও সমস্যা নেই। এমনটা হামেশাই হচ্ছে। কিন্তু ক্রিশ্চিয়ান ম্যাটির গল্পটা একেবারেই অসাধারণ!

ক্রিশ্চিয়ান ম্যাটি প্রকৃত প্রস্তাবে একজন রূপান্তরকামী মানুষ। ২০ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তখন তাঁর নাম ক্ল্যারি ম্যাটি। ছোটবেলা থেকেই ক্ল্যারি বেশ তাগড়াই চেহারার। সেনায় যোগ দেওয়ার ব্যাপারটাও তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তিন বছর বয়সেই তিনি নাকি অনুভব করেছিলেন, তিনি আসলে পুরুষ। শরীরেও পুরুষের ভাবটাই বেশি ছিল তাঁর।

এক সময়ে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন ম্যাটি। হরমোন থেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসা সাঙ্গ হলে পুরোপুরি পুরুষে পরিণত হন তিনি।তার এই লিঙ্গান্তর নিয়ে কোনও অসুবিধাই নেই ব্রিটিশ বাহিনীর। ক্রিশ্চিয়ান ম্যাটি-র সেনাজীবন।