English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৯

৭০ লাখ রুপির ঘড়ি পরেন মুখ্যমন্ত্রী!

অনলাইন ডেস্ক
৭০ লাখ রুপির ঘড়ি পরেন মুখ্যমন্ত্রী!

 

ভারতের কর্ণাটক রাজ্যের জেডি [এস] দলের প্রেসিডেন্ট এইচ ডি কুমারাস্বামী সম্প্রতি জানান যে, রাজ্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যে হাতঘড়িটি পরেন তার দাম প্রায় ৭০ লাখ রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার

এরপর থেকেই বিষয়টি 'টক অব দ্য টাউন'এ পরিণত হয়।  যিনি কিনা তার জনগণের সঙ্গে কর্মসূচি দিয়ে তা সময়মতো মেনে চলেন না, তিনি এমন দামী ঘড়ি ব্যবহার করায় বিষয়টি স্বভাবতই রাজ্য জনগণের আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে উঠেছে। এমনকি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 'রলেক্স' ব্রান্ডের যে ঘড়িটি পরেন তা সরকারের নির্দিষ্ট সংস্থা কর্তৃক অনুমোদিত মূল্যের সীমাও ছাড়িয়ে গেছে।