English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৯

জোড়া মাথার শিশুর জন্ম, ৩০ মিনিটের মাথায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জোড়া মাথার শিশুর জন্ম, ৩০ মিনিটের মাথায় মৃত্যু

রোববার রাতে পিরোজপুরের দেশ ক্লিনিকে ভর্তি করা হয় সদর উপজেলার খুমরিয়া গ্রামের গৌরঙ্গ সেনের প্রসুতি স্ত্রী লিপিকা সেনকে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে সিজারের মাধ্যমে জন্ম নেয় এক মেয়ে শিশু। তবে জন্মের ত্রিশ মিনিটের মাথায় মারা যায় দুই মাথা, চার হাত আর দুই পায়ের অদ্ভুত দর্শন শিশুটি। পরে শিশুটির অভিভাববেকেরা দ্রুত বাচ্চাটিকে গ্রামের বাড়ি নিয়ে সমাহিত করে। ধারণা করা হচ্ছে মাতৃগর্ভে শিশুটি পরিপূর্ণতা পাবার আগেই অপারেশনের মাধ্যম্যে তাকে অপসারণ করা হয়েছে। একটি সূত্রের দাবি, দিপিকা সেনের আলট্রাসনোগ্রামের পর তার পরিবার জানতে পারে পেটের বাচ্চা স্বাভাবিক নয়। এ বাচ্চা জন্ম নিয়ে বেঁচে থাকলে পরিবারের বোঝা হতে পারে । তাই পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমেই ৬ মাস গর্ভের ওই শিশুকে সিজারের মাধ্যমে অপসারন করা হয়। সেসময় উপস্থিত ডাক্তার পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ননী গোপাল রায় জানান, ‘তাদের পারিবারিক সিদ্ধান্তানুযায়ী সিজার করা হয়েছে। তবে এ সম্পর্কে বিশদভাবে বলতে পারবেন ডাক্তার ফারহানা।’ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। শিশুটির মা অসুস্থ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।