English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২০

স্বামীকে ঘরে ঘুমোতে না দেয়ায় স্ত্রীর বিরুদ্ধে মামলা!

অনলাইন ডেস্ক
স্বামীকে ঘরে ঘুমোতে না দেয়ায় স্ত্রীর বিরুদ্ধে মামলা!

 

ঘরের মধ্যে দেওয়া হচ্ছে না ঘুমোতে। এমনকি পরিষ্কার করা হচ্ছে না ঘর। হচ্ছে না রান্নাও। এই নির্যাতন থেকে মুক্তি পেতে নিজের স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেও স্বামী। তার অভিযোগ, দীর্ঘদিন স্ত্রী কোনও কাজ করেনা। ফলে ঘরের মধ্যে যেখানে-সেখানে নোংরা। এই সমস্যা থেকে নিস্তার পেতেই আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইতালির সন্নিনো শহর। দক্ষিণ রোমের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগ, গত ৬ বছর কেটে গিয়েছে তার স্ত্রী ঘরের কোনও কাজ করেন না। এমনকি রান্না করা থেকেও অনেক দূরে থাকেন। যদিও সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনাটি হল,  মাঝে মধ্যেই নাকি ঘর থেকে স্বামীকে জোর করে বের করে দেন ওই মহিলা। একই সঙ্গে তার স্ত্রী নাকি ঘরটিকে আর বাসযোগ্য রাখেননি। এতটাই নোংরা যে থাকার উপায় নেই ঘরের মধ্যে। এসবের জেরেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। আপাতত চলছে সেই মামলার শুনানি।

জানা গিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে ইতালিয়ান দণ্ডবিধি অনুযায়ী, পরিবারের লোকেদের দেখাশোনা না করা, তাদের ভালভাবে না রাখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ৬ বছর পর্যন্ত তার জেলও হতে পারে। গত বছরের ১২ অক্টোবর থেকে ওই মামলার শুনানি শুরু হয়েছে লাতিনা শহরে।