English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩০

দশ হাজার টাকা দিলেই ১০০ বোতল মদ রাখা যাবে!

অনলাইন ডেস্ক
দশ হাজার টাকা দিলেই ১০০ বোতল মদ রাখা যাবে!

দশ হাজার টাকা দিলেই পাওয়া যাবে বিনা করে ১০০ বোতল মদ মজুতের অনুমতি। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের মধ্য প্রদেশের রাজ্য সরকার। তবে এই অনুমতি শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে যাদের বার্ষিক আয় দশ লাখ টাকার বেশি। 

মধ্য প্রদেশের নতুন আর্থিক নীতি অনুসারে যে সব লোকের বার্ষিক আয় দশ লাখ টাকার বেশি তারা নিজেদের হেফাজতে ১০০ মদের বোতল রাখতে পারবেন। অবশ্য এর জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে। এই অনুমতির জন্য লাগবে দশ হাজার টাকা।

মধ্য প্রদেশের অর্থমন্ত্রী বলেন, আমাদের অফিসারদের মতামতের উপর ভিত্তি করে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, মদের উপর কর বসাবে মধ্য প্রদেশ সরকার। সেইসঙ্গে ওই রাজ্যে বিনোদন কর কাঠামোরও পরিবর্তন করা হবে।