English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৯

একেই বলে লাইফটাইম অভিজ্ঞতা !

অনলাইন ডেস্ক
একেই বলে লাইফটাইম অভিজ্ঞতা !

 

কপালে যে এমন লেখা আছে তিনি তো জানতেন না! নির্দিষ্ট সময়ে তল্পি-তল্পা গুছিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরেই জ্যাং জানতে পারেন, খারাপ আবহাওয়ার কারণে বিমান দশ ঘণ্টা লেট।

এমনও যে হতে পারে তা ভাবতেই পারেননি জ্যাং।চীনা নববর্ষের ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কেটেছিলেন দক্ষিণ চীনের এই তরুণী। যাবেন, গুয়াঙজো তে তার নিজের বাড়ি।

ছুটির সময়ে বিমানে টিকিটের আকাল পড়ে। তার সঙ্গে দামও বেড়ে চলে উত্তরোত্তর। তাই রিস্ক না-নিয়ে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন তরুণী।

কিন্তু কপালে যে এমন লেখা আছে কে জানত? নির্দিষ্ট সময়ে তল্পিতল্পা গুছিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরেই জ্যাং জানতে পারেন, খারাপ আবহাওয়ার কারণে বিমান দশ ঘণ্টা লেট।

বাকিদের সঙ্গেই বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন জ্যাং। আরও দেরিতে যখন বিমান ছাড়ার জন্য তৈরি, তখন দেখা গেল একা তরুণী ছাড়া বাকি সবাই ফিরে গেছেন অন্যপথে।

অগত্যা পুরো পথ একাই সফর করলেন জ্যাং। ১৩৭টি সিট জুড়ে বসে রইলেন একা এক তরুণী। শুরুতে ভয় করলেও পরে বেশ মজাই লাগছিল তার। মন ভরে তুললেন সেলফি।