সোফির নয়মাসের গর্ভকালীন সেলফিতে প্রস্ফুটিত মাতৃত্ব (ছবিসহ)
নিজস্ব প্রতিবেদক

মাতৃত্ব একটি স্বর্গীয় বিষয়। নয়মাস গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলোয় আনতে কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয় তা একজন মা -ই জানেন। এই নয়মাসে একজন মায়ের অনেক দৈহিক পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো ধরে রাখতেই এক অভিনব পন্থা গ্রহণ করেছেন আর্জেন্টিনার ফটোগ্রাফার সোফি স্টারজেনস্কি। তিনি তার গর্ভকালীন সময়ের প্রতিমাসে একটি করে সেলফি তুলে রাখেন। শেষ অর্থাৎ দশ নম্বর ছবিটিতে তিনি তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে আছেন। তো এক নজরে দেখে নিন মাতৃত্বের সেই অসাধারণ মুহূর্তগুলি।
১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.
