English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৭

বিড়ালদের থেকে কুকুররা মানুষকে পাঁচ গুণ বেশী ভালবাসে

অনলাইন ডেস্ক
বিড়ালদের থেকে কুকুররা মানুষকে পাঁচ গুণ বেশী ভালবাসে

 

পোষা প্রাণীকে কে না ভালবাসে? সত্যি নিঃস্বার্থ ভালবাসা তো জীবনে এদের কাছ থেকেই পাওয়া যায়। কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ খরগোশ, কেউ বা পোষা পাখির কাছ থেকেই পান এই ভালবাসা। তবে গবেষণা জানাচ্ছে কিন্তু সারমেয় সম্প্রদায়ই এই বিষয়ে সেরা।

বিবিসির জন্য একটি তথ্যচিত্র বানানোর উদ্দেশে ১০টি পোষা কুকুর ও ১০টি পোষা বিড়াল নিয়ে গবেষণা চালিয়েছিলেন মার্কিন নিউরোসায়েন্টিস্ট পল জ্যাক। প্রতিটি পোষ্যকে তার প্রভুর সঙ্গে ১০ মিনিট খেলতে দেওয়া হয়। গবেষণার পর পল সিদ্ধান্তে আসেন বিড়ালের থেকে কুকুরদের ভালবাসার ক্ষমতা অন্তত পাঁচ গুণ বেশি।

এরপর পোষ্যদের স্যালাইভা পরীক্ষা করেন পল। দেখা যায়, মালিকের সঙ্গে খেলার সময় কুকুরদের অক্সিটোসিন ক্ষরণ হয়। এই অক্সিটোসিন ভালবাসা বা বন্ধনের হরমোন নামে পরিচিত। কুকুরদের যেখানে ৫৭.২ অক্সিটোসিন হরমোন বৃদ্ধি পায়, বিড়ালদের ক্ষেত্রে সেই বৃদ্ধির হার মাত্র ১২ শতাংশ।আগামী ৪ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে ‘ক্যাটস ভার্সেস ডগস’ তথ্যচিত্রটি।