English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৪:২৫

হাত ছাড়াই মা-ছেলের দুনিয়া জয়! (ভিডিও)

অনলাইন ডেস্ক
হাত ছাড়াই মা-ছেলের দুনিয়া জয়! (ভিডিও)

 

ছুটির দিনের অলস সময়ে এই অনুপ্রেরণামুলক ভিডিওটি দেখুন। গোটা জীবনের জন্য অনুপ্রেরণা পাবেন। কত প্রতিবন্ধকতা নিয়েও মানুষ কত অবলীলায় সব কঠিনকে সহজ করে নিচ্ছে। তাহলে আমি, আপনি পারব না কেন!

এ এক মা আর তাঁর ছেলের গল্প। না, জন্ম থেকেই হাত নেই দুজনেরই। যেমন মা, তেমনই ছেলের। কিন্তু তাঁদের হাত যে নেই, এটা শুধু সমাজই বোঝে বা অনুভব করে। ওই মানুষ দুটো, এই হাত না থাকাটা বোধহয় নিজেরাই ভুলে গিয়েছেন। কারণ, এ পৃথিবীর অনেক মানুষ হাত থেকেও যা করতে পারে না, এই হাত ছাড়া মা-ছেলে দিব্যি করতে পারে। সাঁতার কাটা থেকে দাঁত মাজা কিংবা রান্না করা। খেলনা প্লেন ওড়ানো থেকে খেলা। সবই দুজনে করতে পারে অবলীলায়। সত্যি প্রতিবন্ধকতা মানুষকে কত এগিয়েও দেয়!

ভিডিওটি দেখুন নিচে....