English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১১:৩৯

স্ত্রীকে নগ্ন করে রাস্তায় 'প্যারেড' করালেন স্বামী!

অনলাইন ডেস্ক
স্ত্রীকে নগ্ন করে রাস্তায় 'প্যারেড' করালেন স্বামী!

 

স্ত্রীর পরকীয়ায় ক্ষুব্ধ স্বামী শহরের রাস্তায় স্ত্রীকে নগ্ন করে প্যারেড করালেন। শুধু তাই নয়, এরপর স্ত্রীর নগ্ন অবস্থায় প্যারেড করার ছবি নিজেই ক্যামেরা বন্দি করেন, তারপর সেটি আপলোড করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কান্ড দেখে হতবাক হয়ে পড়ে ওয়েব দুনিয়া। ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউইয়র্ক শহরে।

ঘটনার ব্যাখ্যায় সেই ‘স্বামী’ আত্মপক্ষ সমর্থন করে দাবী করেছেন, তার স্ত্রী অন্তত ৭জন পুরুষের সঙ্গে পরকীয়া করেছে। এমনকি নগ্ন ছবি পাঠিয়ে ডেট করার প্রস্তাবও দিয়েছে। তাই স্ত্রীকে 'উচিৎ শিক্ষা' দিতেই এই চরমপন্থা গ্রহণ করেছেন তিনি। ওই ব্যাক্তির আরও দাবি, স্ত্রীর ভণ্ডামি ফাঁস করে মানুষের সমবেদনা আদায় করতেই তিনি স্ত্রীকে নগ্ন করে রাস্তায় প্যারেড করিয়েছেন। কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা তো দূরে থাক, ব্যঙ্গ-বিদ্রুপ আর ঘৃণা ছাড়া কিছুই জোটেনি তার কপালে।