English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৪০

সাঁতার শিখছে জুকারবার্গের কন্যা!

অনলাইন ডেস্ক
সাঁতার শিখছে জুকারবার্গের কন্যা!

এর আগে একরত্তি মেয়ে ম্যাক্সের ন্যাপি পাল্টাতে দেখা গিয়েছে মার্ক জুকারবার্গকে। স্টার ওয়ার্সের জামা গায়ে মেয়ের ছবিও পোস্ট করেন মার্ক। এ বার মাস দুয়েকের মেয়েকে সাঁতার শেখাতে দেখা গেল ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে।

কেমন সাঁতার শেখালেন মার্ক?

সে কথা এখনই জানা গেলো না, কারন ম্যাক্স এখনও বড্ড ছোট্ট। তবে মেয়ে যে বাবার কোলে চেপে সাঁতার কাটা উপভোগ করেছে তা জানাতে ভোলেননি জুকারবার্গ। নিজেই মেয়ের সাঁতার কাটার ছবি পোস্ট করেন । পোস্টে লেখেন, ম্যাক্সের প্রথম সাঁতার। ‌ও উপভোগ করছে পুরো ব্যাপারটা।

বাবার কোলে সুন্দরী ম্যাক্সিমাকে দেখে চোখ ফেরাতে পারেনি কেউই। লাইকের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিকে ঘিরে।