English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৬:০৩

আজব নিয়ম! শুধু ‘ভার্জিন’ মেয়েরা পাবে স্কুলের স্কলারশীপ!

অনলাইন ডেস্ক
আজব নিয়ম! শুধু ‘ভার্জিন’ মেয়েরা পাবে স্কুলের স্কলারশীপ!

 

স্কুলে স্কলারশীপ পেতে হলে সেই ছাত্রীকে ‘ভার্জিন’ বা ‘কুমারী’ হতে হবে।  সম্প্রতি সেই স্কুলটি থেকে প্রতিবছর ১৬ জন্য ছাত্রীকে ‘মেইডেন বার্সারি এ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যেসব ছাত্রী যৌনসঙ্গম করেনি (কুমারী) তারাই এই পুরস্কারের প্রাথমিক মনোনয়ন পাবেন।

ভয়ের কিছু নেই। ঘটনা আমাদের দেশের নয়; দক্ষিণ আফ্রিকার। সেখানকার পৌরসভার একটি স্কুলে সম্প্রতি এমন ঘোষণা দেয়া হলে সমগ্র দক্ষিণ আফ্রিকার জনগন সমালোচনায় ফেটে পড়ে। পৌরসভার মুখপাত্র জাবুলানি খোঞ্জার দাবি করেছেন, মেয়েরা যাতে নিজেরা পবিত্র থাকে এবং যৌনকর্মে লিপ্ত না হয়ে শুধু পড়াশোনাতেই মনোনিবেশ করে সেজন্যই এই নিয়ম করা হয়েছে। যাদের এই অনুদান দেয়া হবে ই ছুটি থেকে ফেরার পর তাদের প্রত্যেকেরই ‘ভার্জিনিটি’ পরীক্ষা করা হবে।

আবেদনকারী এক ছাত্রী জানিয়েছেন, স্কুলের উপবৃত্তি কমিটির পক্ষ থেকে তাদের ‘কুমারীত্ব’ পরীক্ষা করা হয়। কমিটির একজন প্রতিনিধি তাদের যোনি পরীক্ষা করে দেখেন। তবে “টু-ফিঙ্গার টেস্ট” এর মত যোনির ভিতর কিছু প্রবেশ করানো হয়না।

অপরদিকে এই নির্দেশিকার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে সমাজকর্মী এবং দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষ। সেখানকার নারীকল্যাণ দপ্তরের মুখপাত্র শার্লট লোবও জানিয়েছেন, মহিলাদের অধিকার খর্ব করে এমন কোন কিছুকেই আমরা সমর্থন করিনা। যৌনমিলন প্রত্যেকের নিজস্ব বিষয়। এখানে কেউ জোরপূর্বক হস্তক্ষেপ করতে পারে না। কেউ যৌনমিলন করবে কি করবে না সেটা সে নিজে ঠিক করবে। এই নির্দেশিকার ঘটনা সত্যি হলে অবিলম্বে তা বাতিল করতে হবে।