English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১২:৩৪

সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে নিতে কবি মন্দাক্রান্তা সেনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে নিতে কবি মন্দাক্রান্তা সেনের অস্বীকৃতি
কবি মন্দাক্রান্তা সেন

 

ফিরিয়ে দেওয়া পুরস্কার ফের গ্রহণ করতে সাহিত্য একাডেমির অনুরোধ প্রত্যাখ্যান করেছেন কবি ও উপন্যাসিক মন্দাক্রান্তা সেন৷ বিশিষ্ট কন্নড় যুক্তিবাদী এম এম কলবার্গি ও গোবিন্দ পানাসারের হত্যা ও দাদরির ঘটনার প্রতিবাদে সাহিত্য অকাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। চলতি সপ্তাহে সাহিত্য অকাডেমির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় মন্দাক্রান্তা সেনকে৷চিঠিতে বলা হয়, যদি তিনি পুরস্কারটি ফের ফিরিয়ে নিতে চান, তবে তা তাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া হবে৷  

ভারতজুড়ে কবি, লেখক, শিল্পীদের ওপর অত্যাচার আর হত্যার প্রতিবাদে মন্দা তার পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মন্দাক্রান্তাই প্রথম এই পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।২০০৪ সালে সাহিত্য একাডেমির ‘স্বর্ণজয়ন্তী যুবা লেখক পুরস্কার’ পেয়েছিলেন মন্দাক্রান্তা সেন।

ভারতে মোট ৪০ জন একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন বা একাডেমির প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অরূন্ধতী রায়, নয়নতারা সায়গল ও কবি অশোক বাজপেয়ীর মতো বিশিষ্ট বেশ ক'জন কবি, লেখক, সাহিত্যিক। যদিও এরপর নন্দ ভরদ্বাজ, নয়নতারা সায়গল সহ মোট ১০ জন পুরস্কার ফিরিয়ে নিয়েছেন৷

কিন্তু মন্দাক্রান্তা  জানিয়েছেন, তিনি এই পুরস্কার ফিরিয়ে নেবেন না৷ তার বক্তব্য, এতকিছুর পরও সমাজের চিত্রটার যে সামান্য বদল ঘটেনি; তার প্রমাণ হায়দরাবাদের দলিত ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু৷

মন্দাক্রান্তা সেন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন-