English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৫:৩২

সেক্স করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে!

অনলাইন ডেস্ক
সেক্স করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে!

 

কোনও নারীর সাথে সেক্স করার ইচ্ছে থাকলে, অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে তা জানাতে হবে। ভয় পাবেন না, এই কঠোর আইন আমাদের দেশের নয়। ব্রিটেনের ইয়র্ক ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি এই নির্দেশ জারি করেছে । তাও এই নিয়ম কেবলমাত্র একজন বিশেষ ব্যক্তির জন্য। যিনি যৌনসন্ত্রাসী হিসেবে মার্কামারা এবং যার থেকে 'সেক্সুয়াল রিস্ক'-এর সম্ভাবনা রয়েছে।

 অবশ্য সেইসব ব্যক্তিবর্গের নাম প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই ফেসবুক, মেইল, টুইটারে তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। সেই সব যৌনসন্ত্রাসীদের ফোন বা ট্যাব-সহ সমস্ত রকম ইন্টারনেট ডিভাইস সে সব বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। ব্রিটেনের গনমাধ্যম সূত্রে জানা গেছে অপরাধীরা পুনরায় যাতে একই অপরাধ করতে না পারে সে জন্যই এই ব্যাবস্থা। এক রাতের জন্য হলেও কারও সাথে সেক্স করলে ২৪ ঘন্টা আগে তা পুলিশকে জানাতে হবে। এর ব্যাত্যয় ঘটলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হবে।