English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৫১

মাতাল তরুণী পেটালেন চালককে; ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
মাতাল তরুণী পেটালেন চালককে; ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

 

মদ্যপ অবস্থায় ও উঠেছিল উবের-এর গাড়িতে। গাড়ি থেকে নামতেই সেই মদ্যপ তরুণী শুরু করেন মাতলামি। চালককে চড় মারা, গাড়িটি ভাঙচুর করে, গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। হতচকিত হয়ে পুলিশকে ফোন করেন সেই চালক। পুলিশ আসার আগেই অবশ্য সেই তরুণী ভাড়া না মিটিয়ে কেটে পড়ে।

এমনই এক ভিডিও প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সেই তরুণীর নাম অঞ্জলি রামকিসুন। সে মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্রী। এই ঘটনার জন্য অবশ্য অঞ্জলিকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে।  

১৯ জানুয়ারি আপলোড করার পর এই ভিডিওটি ২৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। দেখুন এই ভাইরাল ভিডিওটি