English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১২:০২

চায়ে বিষ : স্বামীর পরিবর্তে খুন স্নেহের কন্যা

অনলাইন ডেস্ক
চায়ে বিষ : স্বামীর পরিবর্তে খুন স্নেহের কন্যা

চেয়েছিলেন স্বামীকে খুন করতে। আর তার আয়োজনে চায়ে বিষ মিশিয়ে পরিবেশন করলেন স্ত্রী। কিন্তু প্রকৃতি প্রতিশোধ নিলো অন্যভাবে। বিষ মেশানো চায়ে চুমুক দিয়ে বসলো দুই স্নেহের কন্যা। পানের পর চার বছরের কন্যা শ্রিয়া দেববর্মা মারা যায় কিছুক্ষণের মধ্যে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে অপর কন্যা ১২ বছরের মেরি।

ত্রিপুরায় আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরের গোবিন্দ সর্দার পাড়ায় এই ঘটনা ঘটে গত সোমবার।

অভিযুক্ত সীতারানি দেববর্মা (২৯) তার দ্বিতীয় স্বামী গৌতম দেববর্মাকে খুন করতে চায়ে বিষ মিশিয়েছিলেন বলে জানায় পুলিশ। সীতাকে গ্রেফতার করে দায়ের করা হয়েছে খুনের মামলা। পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে।