English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৬:০৫

ব্রেইন গেম বলবে আপনার মস্তিস্কের কোন অংশ বেশী সক্রিয়

অনলাইন ডেস্ক
ব্রেইন গেম বলবে আপনার মস্তিস্কের কোন অংশ বেশী সক্রিয়
মানুষের মস্তিস্কের উপরেই দাঁড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড। কথাটা ভুল কিংবা অবৈজ্ঞানিক মনে হচ্ছে? মোটেই তা নয়। কারন মানবদেহের সর্বাধিক ভারি, প্রায় গোলাকৃতি, পঞ্চইন্দ্রিয় বিশিষ্ট বস্তুটি শুধুমাত্র পৃথিবী জয় করে করেনি। চন্দ্র, মঙ্গল সহ কয়েকদিন আগে সৌরজগতের শেষ গ্রহটির সঙ্গেও সাক্ষাত করে এসেছে। মানুষ নিজেকে যতই ধন্য ধন্য করুক না কেন মস্তিস্কের কলকব্জা খারাপ হলে সবকিছুই অচল হয়ে পড়বে। কারন মানুষের প্রতিটি সুক্ষ্ণ থেকে সুক্ষ্ণতম কাজ মস্তিস্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিস্ক নেই মানে আপনি নেই। তবে মস্তিস্কের এই জটিল কর্মকাণ্ড বোঝা সাধারণ মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। মস্তিস্কের কাজের ধরন বুঝতে একটা ছোট টিপস দেয়া যেতে পারে। মস্তিস্কের দুটি অংশ। মস্তিস্কের বামপাশ বেশি লজিক্যাল, যুক্তি দিয়ে বিচার করে, বিশ্লেষণ করে। মস্তিস্কের বামদিক অঙ্ক কষতে বেশ পটু। আবার মস্তিস্কের ডান দিক অত্যাধিক সৃজনশীল, আবেগপ্রবণ। ছবি আঁকা, লেখালেখি, সঙ্গীতে ডানদিকেরই বেশি অবদান। এবার কিভাবে বুঝবেন আপনার মস্তিস্কের কোন দিক বেশি সক্রিয়। নিচের লিংকে গিয়ে মস্তিস্কের খেলাটি খেলতে পারেন। তবেই আপনার ধারণা হবে আপনার মস্তিস্কের কোন দিক বেশী সক্রিয়? http://www.sun-gazing.com/quiz-side-brain-dominant-according-colors-2/