English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৪:১৩

সালমা হায়েক কেন পোকা খায়? (ভিডিও)

অনলাইন ডেস্ক
সালমা হায়েক কেন পোকা খায়? (ভিডিও)

 

 

মার্কিন অভিনেত্রী সালমা হায়েক । তিনি একাধারে পরিচালক এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক। চলচ্চিত্র জগতে তিনি অভিনেত্রী সালমা হায়েক নামেই সমধিক পরিচিত। বেশ কিছু দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বেশ কিছু মানবিক বিষয়ে সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে পোকা খেতে দেখা যাচ্ছে।

জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে “ল্যাটিনো পাওয়ার ফিফটি” অর্থাৎ “পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর” ব্যক্তিত্বের খোঁজে জরিপ করা হলে সালমা হায়েকের অবস্থান ছিলো চতুর্থ।

ঐ মাসেই অনুষ্ঠিত আরেকটি জরিপে পুরুষ ও নারী মিলিয়ে ৩,০০০ তারকাব্যক্তিত্বের মধ্যে পরিচালিত এক জরিপে হায়েক “সবচেয়ে যৌনআবেদনময়ী তারকা” নির্বাচিত হন। এই ৬৫% অ্যামেরিকান সালমাকে বর্ণনা করতে  যৌনআবেদনময়ী শব্দটি ব্যবহার করেন।

২০০৮-এর ডিসেম্বরে এন্টারটেইনমেন্ট উইকলি টেলিভিশনের ২৫ ব্যক্তিত্বসম্পন্ন শিল্পী” তালিকায় হায়েকের অবস্থান ১৭তম বলে ঘোষণা করে।

তবে দেখে নিন সেই ভিডিওটি :