English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৪১

তীব্র সমালোচনার মুখে ‘চাইল্ড সেক্স ডল’!

অনলাইন ডেস্ক
তীব্র সমালোচনার মুখে ‘চাইল্ড সেক্স ডল’!

 

সেক্স ডল নতুন কোন বিষয় নয়। সঙ্গীহীনদের যৌনকামনা মেটানোর জন্য সেক্স ডলকে অনেক আদর্শ বলে থাকেন। এতে যৌন অপরাধ কমে যায় বলেও অনেকের ধারণা। চীন, জাপানসহ বিভিন্ন উন্নত দেশে বানিজ্যিকভাবে তৈরি হচ্ছে নারী কিংবা পুরুষ সেক্স ডল। কিন্তু সম্প্রতি জাপানে তৈরি একটি সেক্স ডল তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই সেক্স ডলটি তৈরি করা হয়েছে শিশুদের আদলে! এই সেক্স ডলের ছবি ইন্টারনেটে প্রচার হওয়া মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বেশীরভাগ মানুষই এটাকে নির্মাতাদের বিকৃত মানসিকতা বলে মন্তব্য করেন।

তবে এর নির্মাতাসংস্থার প্রধান শিন টাকাগি বলছেন ভিন্ন যুক্তি। তাদের মতে শিশুদের উপর যে যৌন অপরাধগুলি হয় সেটা কমে যাবে এই চাইল্ড সেক্স ডলের কারনে। যারা শিশুদের উপর তাদের কামনা মেটাতে চায় তারা আইনগতভাবেই এই চাইল্ড সেক্স ডল কিনে নিজেদের বিকৃত কামনা মেটাতে পারবে। চাইল্ড সেক্স ডলটি নির্মান করেছে জাপানের কোম্পানি ‘ট্রোটলা’। চাইল্ড সেক্স ডলের মাধ্যমে অপরাধ কমে যাবে ট্রোটলা এমন দাবী জানালেও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। এই সেক্স ডলটি ব্যান করার দাবীও তুলছেন তারা।