কেন বিজ্ঞানীরা নারীদের ব্রা পড়তে নিরুৎসাহিত করেন? (ভিডিওসহ)

মেয়েরা কেন ব্রা পড়ে? মেয়েদের কি ব্রা পড়া উচিৎ নাকি উচিৎ নয়? এর পেছনে কারন কি স্বাস্থ্যগত নাকি নান্দনিকতা? বেশিরভাগ মহিলারাই হয়ত বলবেন সৌন্দর্যের জন্য। কিন্তু এটা আপনার স্তনের জন্য কতটুকু জরুরী এবং উপকারী? অনেকেই হয়ত জানেন না যে গত বছরের ১৩ অক্টোবর “নো ব্রা ডে” পালিত হয়েছে। এর উদ্দেশ্য ছিল স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার ও গবেষণার জন্য তহবিল সংগ্রহ। ফরাসী ক্রীড়াবিজ্ঞান গবেষক জেন-ডেনিস রোলিওন এর নেতৃত্বে ব্রা পরিধানের প্রভাব নিয়ে ৩৩০ জন মহিলার উপর একটি গবেষণা হয়। তাদের বয়স ছিল ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। গবেষণাটি দীর্ঘ ১৫ বছরব্যাপী চলে। গবেষণাটির বিষয়বস্তু ছিল ব্রা স্তনের সুস্থতার জন্য কতটা দরকারী সেটা খুঁজে দেখা। রোলিওন পরীক্ষা করে দেখেন যে যাই কিছু বলুক না কেন ব্রা পরিধানের ফলাফল স্তনের সুস্থতার জন্য মঙ্গলজনক হয়না। বিপরীতে যে মহিলারা ব্রা পরিধান করে না তাদের স্তনবৃন্ত ৭ মিলিমিটার উন্নত থাকে ।
প্রচলিত ব্রা পরিধান যে স্তনের সুস্থতা এবং দৈহিক স্বাচ্ছ্যন্দ উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে রোলিওান তার গবেষণাপত্রে বিষয়টা ব্যাখ্যা করেন। তিনি বলেন, নিয়মিত ব্রা পরিধান করলে তরুণীদের স্তন ঝুলে যায়। আরেকজন ডাক্তার যিনি অনুসিদ্ধান্তে প্রদান করেন যে ব্রা পরিধান না করলে স্তনের স্বাভাবিক বৃদ্ধি হয়, কোলাজেন উৎপাদিত হয় এবং স্থিতিস্থাপকতা বজায় থাকে। অবশ্য তিনি এই গবেষণাকর্মের সাথে সংশ্লিষ্ট ছিলেন না । রোলিওন স্তনের আকার নিয়ন্ত্রনের জন্য কোন জিনিসটি সবচেয়ে উপযোগী সেটি নিয়ে আরও বৃহৎ পরিসরে গবেষণা করতে চান। নিচের ভিডিওটিতে সদ্য সমাপ্ত গবেষণাটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওটি দেখুন এবং সিদ্ধান্ত নিন।