English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৭

নারীরা সপ্তাহে কতোবার যৌন মিলনে আগ্রহী?

নিজস্ব প্রতিবেদক
নারীরা সপ্তাহে কতোবার যৌন মিলনে আগ্রহী?

চিরায়ত বিষয়টি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। যৌন মিলন একটি অতি সাধারণ প্রাকৃতিক নিয়ম হলেও এ নিয়ে যেমন রয়েছে বিশ্বজুড়ে নানান প্রথা ও রীতি, রয়েছে বিচিত্র সব অনুশাসনও। পাশাপাশি এ নিয়ে গবেষণারও শেষ নেই। আধুনিক বিশ্বে যৌন মিলন নিয়ে নারী-পুরুষ ভেদে গবেষণায় বেরিয়ে আসছে নতুন নতুন চমৎকার সব তথ্য। সম্প্রতি নারীদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সাধারণ যৌন মিলনের চেয়ে একটু বেশি চান শতকরা ৫০ শতাংশের বেশি নারী।  ফার্টেইলিটি অ্যাপ কিন্ডারা ৫০০ নারীর উপর সমীক্ষা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য বের করেছে।

সমীক্ষার ফলাফলে বলা হয়, শতকরা ৫৩ শতাংশ নারী প্রচলিত অবস্থার চেয়ে বেশিবার যৌন মিলন করতে আগ্রহী। যার মধ্যে ৭৫ শতাংশ নারী চান সপ্তাহে তিনবারের চাইতে বেশিবার যৌন মিলন এবং ১৩ শতাংশ চান ছ’বারের বেশি।

 

গবেষণায় আরও উঠে এসেছে নারীদের অর্গাজমের তথ্যও। শতকরা ৩৯ শতাংশ নারী বলেছেন, যৌন মিলনের সময় তাদের অন্তত একবার অর্গাজম হয়। যেখানে ১০ শতাংশ নারীর হয় একাধিক বার।

যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? এই প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ নারী বলেছেন মানসিক সম্পৃক্ততা। এর পরের অবস্থানে ছিল উত্তেজনা যা ছিল ২৩ শতাংশ নারীর মতামত।

যৌন মিলনের পক্ষে সবচেয়ে বড় বাঁধা কোনটি? এমন প্রশ্নের জবাবে ৪০ শতাংশ নারী দোষারোপ করেছেন মানসিক চাপকে।