কম্পিউটার হার্ডওয়্যার খাতকে জরুরি সেবার আওতাভুক্তির অনুরোধ

কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবার আওতাভুক্ত করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের চলাচলের অনুমতি দিতে মন্ত্রিপরিষদসহ বিভিন্ন বিভাগে চিঠি দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।কম্পিউটার হার্ডওয়্যার খাতকে জরুরি সেবার আওতাভুক্তির অনুরোধ
মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
আইসিটি বিভাগ জানায়, করোনা মোকাবিলায় লকডাউন চলাকালীন যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা, খাদ্য, শিক্ষা, গণমাধ্যমসহ সব খাতকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তি খাত। অধিকাংশ প্রতিষ্ঠান অনলাইন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছে। জনগুরুত্বপূর্ণ এসব কার্যক্রমকে সচল রাখতে তথ্যপ্রযুক্তির সব সেবা অনলাইনে দেওয়ার সুযোগ নেই। তাই করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা হিসেবে গণ্য করে হার্ডওয়্যার সরবরাহকারী এবং সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত জনবলকে জরুরি চলাচলের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।জরুরি সেবার আওতাভুক্ত করে এ খাতের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মন্ত্রিপরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বরাবর চিঠিও দিয়েছে আইসিটি বিভাগ। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুলাই করোনাকালীন বিধি-নিষেধ দিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমুহের কর্মচারি ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয় দেয়া সাপেক্ষে যাতায়াত করার নির্দেশনা রয়েছে।
সবকিছু বিবেচনায় নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবার আওতাভুক্ত করার অনুরোধ জানায়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে কম্পিউটার হার্ডওয়্যার সরবরাহ ও সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মরত জনবলের চলাচলে অনুমতি দিতে পুলিশ সুপারের কার্যালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন সংস্থা ও বিভাগকে অনুরোধ করেছে আইসিটি বিভাগ।এ প্রসঙ্গে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম জানান, ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। সেখানে যুক্তি তুলে ধরা হয়েছে কেন এই খাতকে জরুরি সেবার আওতাভুক্ত করা দরকার।