English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৫:৫১

বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ

গত ২৬ মে দেখা গিয়েছিল ‘সুপার ব্লাড মুন’ বা চন্দ্রগ্রহণ। এবার আগামী বৃহস্পতিবার (১০ জুন) হতে যাচ্ছে সূর্যগ্রহণ। ব্যবধান মাত্র দুই সপ্তাহ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। তখন শুধু একটি বলয় দেখা যাবে। এটি চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় সূর্য গ্রহণটি হবে আগামী ৪ ডিসেম্বর। সেটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা যায়, এ বলয়কে অনেকে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ১০ জুন বৃহস্পতিবার এই সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকমতো দেখা যাবে না।

‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণটি মূলত ভালভাবে দেখা যাবে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ। ১০ জুন বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে। আর এই সময়ের মধ্যে গ্রহণের চরম গ্রাস দেখা যাবে বিকেল ৪টা ৪১ মিনিটে।