English Version
আপডেট : ৬ মার্চ, ২০২১ ১০:৩৭

অ্যাপের বিতর্কিত লোগো পাল্টাচ্ছে অ্যামাজন

অনলাইন ডেস্ক
অ্যাপের বিতর্কিত লোগো পাল্টাচ্ছে অ্যামাজন

দেখতে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের মতো হওয়ায় লোগো পরিবর্তন করতে হচ্ছে অ্যামাজনের। জানুয়ারিতে চালু করা এ লোগোতে হিটলারের গোঁফের মতো একটি নীল টেপ ভাঁজ করে দেয়া আছে ‘স্মাইল’ লোগোর ওপরে। ওই নীল অংশকে নাৎসি স্বৈরাচার হিটলারের গোঁফের সঙ্গে তুলনা করে অনেকে সমালোচনা করতে থাকেন। ফলে দ্রুততার সঙ্গে অ্যামাজন তা পরিবর্তন করে ফেলে। খবর বিবিসি।

ঢেউয়ের মতো নীল অংশের ঢেউ বাদ দিয়ে প্রান্তসীমা মসৃণ এমন একটি টেপের কোনা ভাঁজ করে আগের অবস্থানে বসিয়ে তৈরি করা হয়েছে নতুন লোগো। অ্যামাজন জানিয়েছে, বিতর্কিত লোগোটি তারা অল্প কয়েকটি দেশে চালু করেছে। পরে তা পরিবর্তন করা হয়েছে। ব্র্যান্ডিং এজেন্সি কোলে পোর্টার বেলের প্রধান নির্বাহী ভিকি বুলেন বলেন, অ্যামাজন যা করেছে তা দুর্ভাগ্যজনক। মূল লোগোতে তারা যে টেপ ব্যবহার করেছে তা দেখতে হিটলারের গোঁফের মতো। শুরুতে অ্যামাজন জানিয়েছিল, গ্রাহকের মনে আনন্দ, উৎসাহ জাগাতে তারা নতুন এ আইকন ব্যবহার করেছিল। কিন্তু গ্রাহকদের সমালোচনায় তা পরিবর্তন করতে বাধ্য হয় তারা।