English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:১৮
সূত্র:

২৪৪ পর্নো সাইট বন্ধ করল সরকার

২৪৪ পর্নো সাইট বন্ধ করল সরকার

২৪৪টি পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। বুধবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে সাইটগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়। দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে স্ট্যাটাস দেন এবং পর্নো সাইট বন্ধের অভিযান অব্যাহত রাখার কথা লেখেন।

সম্প্রতি মোস্তাফা জব্বার বলেছিলেন, বিটিআরসি ও সাইবার সিকিউরিটি প্রকল্পের মাধ্যমে পর্নো সাইট বন্ধের কার্যক্রম চালানো হচ্ছে। দুদিক থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। সাইবার সিকিউরিটির প্রকল্পে তারা নিজেরাই সরাসরি এসব সাইট চিহ্নিত করে বন্ধ করে দিতে পারে। অন্যদিকে বিটিআরসি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশও দিচ্ছে।