English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৮
সূত্র:

অনলাইন কেনাকাটায় এগিয়েছে বাংলাদেশ

অনলাইন কেনাকাটায় এগিয়েছে বাংলাদেশ

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড প্রকাশিত এক সূচকে দেখা গেছে অনলাইনে কেনাকাটায় গত কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ অনেক এগিয়েছে। আঙ্কটাডের প্রকাশিত ‘বিজনেস টু কমার্স ই-কমার্স ইনডেক্স ফর-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় আর দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে।

চারটি বিষয় বিবেচনা করে অনলাইন ব্যবসার জন্য প্রস্তুত শীর্ষ দেশগুলোর এ সূচক তৈরি করে আঙ্কটাড। এগুলো হচ্ছে- ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার হার, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ব্যাংকিংয়ে হিসাব থাকা জনসংখ্যার হার, নিরাপদ ইন্টারনেট সার্ভার এবং ডাক ব্যবস্থার ওপর নির্ভরতা।

তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান সবার উপরে। দেশটির অবস্থান ৮০তম। বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৮তম। বাংলাদেশের স্কোর এবার আগের বছরের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৪৬ দশমিক ৩ হয়েছে। র‍্যাংকিংয়ে শীর্ষ দেশ হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি পেয়েছে নেদারল্যান্ডস।