English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮ ০৭:৫০
সূত্র:

এলো নচ ডিসপ্লের নকিয়া ৮.১

এলো নচ ডিসপ্লের নকিয়া ৮.১

নকিয়ার আরেকটি ফোন উন্মোচন করা হয়েছে। নকিয়া ৮.১ নামের ফোনটি মিডরেঞ্জ গ্রাহকদের লক্ষ্য করে আনা হয়েছে। চলতি বছরের শুরুতে নকিয়া ৭ প্লাস বাজারে এনেছিল এইচএমডি গ্লোবাল। এ মডেলটি গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলে। সে ধারাবাহিকতায় নতুন এই ডিভাইস আনা হয়েছে।

পুরনো নকিয়ার মতো বাজারে সেই আধিপত্য ফিরে না পেলেও আস্তে আস্তে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে অনেক হাত বদল হওয়া এ ব্র্যান্ড। এ জন্য নতুন মডেল নিয়ে কাজ করছে বর্তমান নির্মাতা। নচ ৬.১ ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির রেজুলেশন ১০৮০x২২৮০ পিক্সেল।

প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে স্টক অ্যান্ড্রয়েড পাই। ৪ ও ৬ গিগাবাইট র‌্যামের সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে। স্টোরেজের ওপর নির্ভর করে থাকছে ৬৪ ও ১২৮ গিগাবাইটের সংস্করণ। চাইলে ব্যবহারকারীরা ৪০০ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ব্যাকআপ সুবিধা দিতে আছে সাড়ে তিন হাজার মিলি অ্যাম্পিয়াল ব্যাটারি।

এ ছাড়া ফাস্ট চার্জের সুবিধা থাকায় ডিভাইসটি দ্রুত চার্জ হবে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১.৮ অ্যাপাচারের ১২ ও ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেটআপ। এ দুই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাডা রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি ইত্যাদি সুবিধা।

প্রথমে ডিভাইসটি ইউরোপের বাজারে বিক্রি হবে। পরে এশিয়ারসহ অন্যান্য দেশে পাওয়া যাবে। এ মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮০ পাউন্ড, বাংলাদেশি বিনিময় মূল্য অনুযায়ী ৩১ হাজার টাকা। -আইটি ডেস্ক