English Version
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮ ০১:২২
সূত্র:

এআর গ্লাস বানাবে ফেসবুক

এআর গ্লাস বানাবে ফেসবুক

হার্ডওয়্যার বাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস তৈরির ঘোষণা দিয়েছে ফেসবুক।

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এআর/ভিআর ইভেন্টে বিষয়টি নিশ্চিত করেন ফেসবুকের এআর হেড ফিকাস কির্কপ্যাট্রিক। তিনি বলেন, গ্লাসগুলোকে আমরা বাস্তব রূপ দিতে চাই। এআর গ্লাসের উন্নয়নে আমরাও কিছু ভূমিকা রাখতে চাই।

এখনও আমাদের পণ্যটি ঘোষণা দেয়ার মতো পর্যায়ে পৌঁছেনি। তবে আমাদের গবেষকরা প্রযুক্তিটি নিয়ে কাজ করছেন। এর আগে ২০১৭ সালে এআর নিয়ে মার্ক জাকারবার্গ বলেছিলেন, আমরা যে মানের এআর গ্লাস চাই সেটা তৈরির সক্ষমতা আমাদের নেই।

কারণ এখনও সেই প্রযুক্তিই উদ্ভাবন করা যায়নি। আগামী পাঁচ বা সাত বছর পর হয়তো এটা সম্ভব হতে পারে। তাই ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) তৈরি করে আমরা এআরের দিকে অগ্রসর হতে পারি।

শুধু ফেসবুক নয়, মাইক্রোসফট তৈরি করছে এআর গ্লাস হলোলেন্স, গুগলও তাদের গুগল গ্লাসকে নতুন রূপে হাজির করতে কাজ শুরু করেছে। এআর গ্লাস তৈরিতে অ্যাকোনিয়া হোলোগ্রাফিক্স নামে পুরো একটি প্রতিষ্ঠান কিনে নিয়েছে অ্যাপল।