English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১০:৩২

গুগলের ডুডলে বাংলাদেশী কবির ছবি

অনলাইন ডেস্ক
গুগলের ডুডলে বাংলাদেশী কবির ছবি

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের জন্মদিন আজ ২৩শে অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশে গুগল তার ডুডল পরিবর্তন করেছে। গুগলের এই ডুডলে কবি শামসুর রহমানের একটি স্ক্যাচ রাখা হয়েছে।

কবি শামসুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।

বাংলা একাডেমি আজ কবির জন্মদিন উপলক্ষে বিকাল ৩টায় কবির জীবন ও কর্মের ওপর একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে কবি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট ছিলেন। আর দীর্ঘ ছয় দশক কবি এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন।