English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১৭:১১

হোন্ডার সবচেয়ে কম দামি বাইক

অনলাইন ডেস্ক
হোন্ডার সবচেয়ে কম দামি বাইক

বাজারে এলো হোন্ডার সবচেয়ে কম দামি বাইক। মডেল হোন্ডা নাভি। ২০১৬ সালে এই মডেলটি সর্বপ্রথম বাজারে আসে। সম্প্রতি এর আপডেটেড ভার্সন বাজারে এসেছে। নতুন ভার্সনে বেশ কিছু পরিবর্তন একে করেছে আরো আকর্ষণীয়।

জাপানি হোন্ডা নাভিতে রয়েছে ৭.৭২ হর্সপাওয়ারের ১০৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। নতুন এডিশনে বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে আর বাইকের পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এতে টিউবলেস টায়ার রয়েছে।

২০১৮ ভার্সনের হোন্ডা নাভিতে ফুয়েল গেজ ও মেটাল মাফলার যুক্ত করা হয়েছে। এরই সঙ্গে একটি লাল রঙের কুশন স্প্রিং যুক্ত করা হয়েছে।

ভারতের দিল্লিতে এক্স শো রুম দাম ৪৪ হাজার ৭৭৫ রুপি।

একাধিক নতুন ফিচারের সঙ্গেই নতুন দুটি আলাদা আলাদা গ্রাফিক্স ও রঙে এটি পাওয়া যাচ্ছে।