English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৮ ১১:০৬

অনলাইন লেনদেনে সচেতন হোন

অনলাইন ডেস্ক
অনলাইন লেনদেনে সচেতন হোন

অনলাইন লেনদেনকে আরও সহজ করা, নিরাপত্তা নিশ্চিত করা, লেনদেনে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

সেটি করতে পারলে এটি আরও সহজেই সবার নাগালে পৌঁছানো সম্ভব বলে মনে করেন খাতাটি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। ‘পেমেন্টস্, আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটি’ নিয়ে একটি সেমিনারে বক্তারা এসব বিষয়ে নজর দেয়ার তাগিদ দেয়ার কথা বলেন। তথ্যপ্রযুক্তি সেবাদাতা দেশীয় প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন লিমিটেড এবং নিরাপদ লেনদেনে প্রযুক্তির বিশ্বব্যাপী বিশ্বস্ত প্রতিষ্ঠান এনট্রাস্ট ডেটাকার্ড কর্পোরেশন মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি সেমিনার করেছে।

সেমিনারে বক্তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সরকারের উদ্যোগে নতুন প্রজšে§র চাহিদা মেটাতে বিভিন্ন মাধ্যমে আর্থিক লেনদেন পরিসেবা প্রদানের যেসব সুযোগ সৃষ্টি হচ্ছে তার জন্য নতুন নতুন ঝুঁকির আশঙ্কাও কম নয়। সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল লেনদেন এবং এর নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ঝুঁকি, এর সমাধান বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।