English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৮ ১৩:৫৪

নতুন ফ্লিপ ফোন আনছে স্যামসাং

অনলাইন ডেস্ক
নতুন ফ্লিপ ফোন আনছে স্যামসাং

নতুন ফ্লিপ ফোন আনছে স্যামসাং। সেটির মডেল হচ্ছে ডব্লিউ২০১৯। অ্যানড্রয়েডের মোড়কে শিগগিরই ফোনটি বাজারে আসবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা জানিয়েছে, ‘প্রজেক্ট লিকান’ কোডনেমে ফোনটি তৈরি করছে স্যামসাং।

ফোনটিতে প্রিমিয়াম ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর দুইটিই ১২ মেগাপিক্সেলের। এতে এফ/১.৫ এবং এফ২.৪ অ্যাপারচার রয়েছে। সেলফি ক্যামেরাও ১২ মেগাপিক্সেল।

সূত্র জানিয়েছে, স্যামসাংয়ের নতুন এই ফ্লিপ ফোনটি এ বছরের ১ ডিসেম্বর বাজারে আসবে। সর্বপ্রথম এটি চীনের বাজারে পাওয়া যাবে।

টাচস্ক্রিন ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে ফিজিক্যাল কি-বোর্ড রয়েছে।

ফোনটির দাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।