English Version
আপডেট : ২ জুলাই, ২০১৮ ২০:১৪

ই-কমার্সে বাংলাদেশের উন্নতি যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
ই-কমার্সে বাংলাদেশের উন্নতি যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ

ই-কমার্সে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অবস্থানের উন্নতি হচ্ছে। গত দুই বছরে এ খাতে বাংলাদেশের উন্নতি হয়েছে ২১ ধাপ। সাম্প্রতিক সময়ে ই-কমার্সে এ উন্নতি যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রকাশিত একটি প্রতিবেদনে এ সব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ই-কমার্সে বাংলাদেশ ৮৭তম অবস্থানে উঠে এসেছে। ২০১৪ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।

অবশ্য ইন্টারনেটের আওতা, ব্যবহারের সক্ষমতাসহ বিভিন্ন দিক বিবেচনায় বাংলাদেশ বিশ্বে ৬২তম অবস্থানে রয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারে এশিয়ার শীর্ষে থাকা সিঙ্গাপুরের বৈশ্বিক অবস্থান দ্বিতীয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে থাকা ভারতের অবস্থান ৪৭তম। এ ছাড়া ৫২তম অবস্থানে থাকা শ্রীলঙ্কাও বাংলাদেশের সামনে রয়েছে।

এ ছাড়া মালদ্বীপ (৬৪ তম), মিয়ানমার (৬৫তম), পাকিস্তান (৬৮তম), নেপাল (৭২তম) ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের পেছনে রয়েছে।

অবশ্য অন্যান্য খাতের মতো বাংলাদেশের ই-কমার্সেও বড় ধরনের বৈষম্য রয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেটে ক্রেতাদের মাত্র ১৭ শতাংশ নারী। ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্ত দেশটির ২ কোটি ৩০ লাখ মানুষের মাত্র ২১ দশমিক ৭০ শতাংশ নারী।

ই-কমার্স সূচকে এশিয়ার দেশগুলোয় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। ৯৫ দশমিক ৫০ পয়েন্ট নিয়ে দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। বিশ্বে ১৩২তম অবস্থান নিয়ে ই-কমার্সে এশিয়ার তলানিতে রয়েছে আফগানিস্তান। দেশটির অর্জন মাত্র ১৭ পয়েন্ট।