English Version
আপডেট : ১৬ জুন, ২০১৮ ১১:২২

হেলিকপ্টারে বাড়ি পাঠাচ্ছে ‘পাঠাও’

অনলাইন ডেস্ক
হেলিকপ্টারে বাড়ি পাঠাচ্ছে ‘পাঠাও’

ঢাকা থেকে উড়িয়ে এবার বাড়ি নিয়ে যাবে পাঠাও! দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও তাদের ব্যবহারকারী ৩ জনকে এবারের ঈদে হেলিকপ্টারে করে বাড়ি পৌঁছে দেবে। গত ১০ দিনে ১০ বারের বেশি ২৫ হাজার অ্যাপ ব্যবহারকারীর মধ্যে থেকে ৩ জন বিজয়ী নির্বাচিত করা হয়। এই তিন গ্রাহককে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে যাচ্ছে পাঠাও।

বিজয়ী তিনজন হলেন, আবু বক্কর সিদ্দিক। বাড়ি ঠাঁকুরগাঁও। আরশাদ পাপ্পু ও নূর উদ্দিন তাহসিন। তাদের দু’জনের বাড়িই চট্টগ্রামে। বিজয়ীরা হেলিকপ্টারে সঙ্গী হিসেবে আরেকজনকে নিতে পারবেন। পাঠাও কর্মকর্তারা জানান, ‘উঠাও’ নামে ক্যাম্পেইন ছিল ১০ দিনের।

পাঠাও কর্তৃপক্ষ জানায়, পহেলা রমজান থেকে ১০ টির বেশি যারা রাইড নিয়েছেন তাদের মধ্যে লটারি হয়। লটারিতে যাদের নাম উঠে আসে সরাসরি ফেসবুক লাইভে থেকে কল দিয়ে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পরে তাদের ফোনে জানিয়ে দেওয়া হয়।

গুলশানে পাঠাও এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘উঠাও’ ক্যাম্পেইনে বিজয়ীর নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস, ভাইস প্রেসিডেন্ট কিশোয়ার হাশেমী, আহমেদ ফাহাদ, এইচআর ডিরেক্টর সিফাত আদনান, মাকেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পাঠাও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস জানান, মানুষের যাতায়াত সহজ এবং দ্রুত করার চিন্তা করে পাঠাও। এ চিন্তা থেকে ‘উঠাও’ ক্যাম্পেইন ঘোষণা করা হয়। মোটরসাইকেল ও কার রাইড শেয়ারিং ছাড়াও পার্সেল ও ফুড ডেলিভারি করছে পাঠাও। সম্প্রতি চালু করা হয়েছে ‘পাঠাও পে’। পাঠাও সিইও হোসেন এম ইলিয়াস আরও জানান, ‘সামনে তাদের আরও অনেক পরিকল্পনা আছে। যা কিছুদিনের মধ্যে দেখা যাবে।’