English Version
আপডেট : ১ মে, ২০১৮ ১৪:৫৭

‘ও ভাই’ অ্যাপে নারী রাইডার

অনলাইন ডেস্ক
‘ও ভাই’ অ্যাপে নারী রাইডার

নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘ও ভাই’। বাংলাদেশে এটিই প্রথম নারীর জন্য রাইড শেয়ারিং সুবিধা। আগামী শনিবার থেকে ব্যবহারকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন।

ইতিমধ্যে নিবন্ধিত বেশকিছু নারী রাইডারসহ আরও ৫০ নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে রাইডার হিসেবে অ্যাপটিতে ৫০ জনেরও বেশি নারী নিবন্ধন করেছেন। শিগগিরই তারা রাইডার হিসেবে সড়ক পথে সেবা দিতে শুরু করবেন। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। 

ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচলের জন্য ‘ও ভাই’ এই সেবা নিয়ে এসেছে। ‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবে।

‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধু নারীরাই রাইড শেয়ারিংয়ের এ সেবা গ্রহণ করতে পারবেন। আরও জানতে ক্লিক করুন :  https://www.obhai.com/