English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮ ১১:১৭

ফোন পানিতে পড়ে গেলে কী করবেন!

অনলাইন ডেস্ক
ফোন পানিতে পড়ে গেলে কী করবেন!

হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল আপানাকে। সেই সঙ্গে হাতে থাকা দামি স্মার্টফোনটি পানিতে ভিজে গেলো। আবার বাসা বাড়িতে কোনো কিছু করতে গিয়ে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ফোনটি পানিতে পড়ে গেলো। এরকম পরিস্থিতিতে পড়লে কী করবেন তা অনেকেই ভেবে পান না। ফোন পানিতে পড়ে ভিজে গেলে কী করবেন তা জেনে নিন-

১.পানি থেকে চটজলদি মোবাইলটি তুলে প্রথমে ব্যাটারি, সিম কার্ড খুলে ফেলুন।   ২.ব্যাটারিটি শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছে ফেলুন। সিম কার্ড ও গোটা মোবাইলটিকেও সযত্নে মুছে নিন।

৩.এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর রেখে প্রায় দশ-বারো ঘণ্টা রেখে দিন মোবাইল ও ব্যাটারিটিকে। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারের একটি বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে হিট দেন ভালো করে।

৪.তুলা দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভালো করে মুছে নিন। এরপর অন করে দেখুন মোবাইলের জ্ঞান ফিরল কিনা।

৫. মোবাইল ভেজা অবস্থায় কখনোই অন করবেন না। যদি এসবেও কাজ না হয় তাহলে মোবাইল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হোন।