English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৯:১৮

বেসিসের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
বেসিসের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেসের (বেসিস) ২০১৮-২০ মেয়াদের নির্বাচন স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২১ মার্চ মধুমতি টেকের সত্ত্বাধিকারি রকিবুল মিনাসহ ১১ জনের আবেদনের প্রেক্ষিতে ২২ মার্চ নির্বাচন বন্ধের নির্দেশ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় একটি চিঠি পাঠায়। চিঠিটি মঙ্গলবার দুপুরে বেসিস নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়।

বেসিস নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম সমালোচনা হচ্ছিল। চলছিল ইতিবাচক নেতিবাচক আলাপচারিতা, কথা চালাচালি, তর্ক-বিতর্ক। তথ্য প্রযুক্তি খাতে দেশের প্রধানতম ও গুরুত্বপূর্ণ এই সংগঠনের নির্বাচন নিয়ে এ বছর অপেক্ষাকৃত বেশি কথা বার্তার মূলে ছিল নির্বাচনে তিনটি প্যানেল দাঁড়িয়ে যাওয়া। যা এ সংগঠনের অতীতে কখনোই হয়নি। প্রতিটি প্যানেলেই নয় জন করে প্রার্থী ছিলেন। আর বেসিসের যে দ্বি-বার্ষিক কমিটি হয় তা মোট ৯ সদস্য বিশিষ্ট। এদের প্রত্যেকেই একেকজন পরিচালক হিসাবে নির্বাচিত হবেন। তারাই বেসিস সভাপতি নির্বাচন করেন।

এর বাইরে বেসিস নির্বাচনে আরো একটি চমক হয়ে এসেছে একটি ক্যাম্পেইন। এ ঘটনাও বেসিসের ইতিহাসে নতুন। ‘ভোট ফর রাইট ক্যান্ডিডেট’ নামের ক্যাম্পেইন থেকে সঠিক প্রার্থী বেছে নেয়ার প্রচারণা চালাচ্ছে।