English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৭

বাক্সবন্দি হয়ে ঢাকায় এলো সোফিয়া

অনলাইন ডেস্ক
বাক্সবন্দি হয়ে ঢাকায় এলো সোফিয়া

বাক্সবন্দি হয়ে হয়ে ঢাকায় এলো রোবট সোফিয়া। আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা এই রোবটটিকে মঙ্গলবার ঢাকায় আনা হয়েছে। 

রোবটটি আগামীকাল থেকে শুরু হওয়া চারদিনের তথ্যপ্রযুক্তির বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেবে। এসময় তার নির্মাতা ড. ডেভিড হ্যানসনও উপস্থিত থাকবেন।

জানা যায়,  থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে পৌঁছায় রোবটি। এটি নিয়ে আসে তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

তবে রোবটটিকে পূর্ণাঙ্গরূপে নিয়ে আসা হয়নি। এর বিভিন্ন অংশ খুলে বাক্সবন্দি করে নিয়ে আসা হয়েছে। যাতে করে এটিকে সহজেই পরিবহন করা যায়। এরপর এর বিভিন্ন অংশ জুড়ে দিয়ে পূর্ণাঙ্গ রোবট হিসেবে ডিজিটাল ওয়ার্ল্ডে উপস্থাপন করা হবে। 

এজন্য আয়োজন করা হয়েছে ‘টেক টক উইথ সোফিয়া’ শীর্ষক অনুষ্ঠান। সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে বেলা আড়াইটা হতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবে সোফিয়া। থাকবেন তার  নির্মাতা  ড. ডেভিড হ্যানসনও।

এ সময় সরাসরি দেখা তো মিলবে, ভাগ্য ভাল হলে প্রশ্ন করার সুযোগও পেতে পারেন।

তবে এই অনুষ্ঠানে অংশ নিতে আগে হতেই নিবন্ধন করতে হবে। আর নিবন্ধন করা যাবে এই লিংকে: https://digitalworld.org.bd/signup

ঢাকাপোস্ট/০৫ডিসেম্বর/এবি