English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৭ ১৬:১৩

বাইক কিনলে স্মার্টফোন ফ্রি

অনলাইন ডেস্ক
বাইক কিনলে স্মার্টফোন ফ্রি

দেশে সুজুকির একমাত্র পরিবেশক র্যাংিকন মোটরবাইক নতুন অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় সুজুরির হায়াতে মডেলের বাইক কিনলে বিনামূল্যে পাওয়া যাবে একটি স্মার্টফোন। বিজয়ের মাস জুড়ে এই অফার চলবে।  দেশে সজুকির হায়াতে বাইকটির মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। এটি কিনলে স্মার্টফোন ছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে সুজুকির ইঞ্জিন ওয়েল এবং চাবির রিং।  সুজুকি হায়াতে ১১৩ সিসির মোটরবাইক। বাইকটিতে কিক স্টার্টের পাশাপাশি সেলফেও স্টার্ট করা যাবে। বাইকটি ৮.৩ বিএইচপি এবং ৮.৮ এনএম টর্ক উৎপাদন করতে পারে।  সজুকি হায়াতে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট ৪ স্পিড গিয়ার বক্স রয়েছে। এই বাইকটি হচ্ছে সুজুকির কমিউটিং সেগমেন্টের মোটরসাইকেল। সুজুকি হায়াতের ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক। রিয়ারে আছে সুইং আর্ম কয়েল স্প্রিং। রিয়ার সাসপেনশন এডজাস্টেবল। এর উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।  ডায়মন্ড ফ্রেমের এই বাকটির দু’চাকায়ই ড্রাম ব্রেক আছে। সুজুকি হায়াতের সিট অনেক প্রশস্ত এবং আরামদায়ক। বাইকটির ওজন ১১৪ কেজি। এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১০.৫ লিটার তেল ধরে। স্পিডোমিটারটিতে স্পিড, ফুয়েল গেজ, ওডোমিটার এবং ওয়ার্নিং লাইটস শো করে। র্যাং কন মোটরবাইকস দাবি করছে সুজুকি হায়াতে ৮০কিমি/লিটার মাইলেজ পাওয়া যাবে দেবে। বর্তমানে দেশে সুজুকি হায়েত চারটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। 

ঢাকাপোস্ট/০৫ডিসেম্বর/এবি