English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫৯

যে দামে পাওয়া যাবে আইফোন ৮ ও ৮ প্লাস

অনলাইন ডেস্ক
যে দামে পাওয়া যাবে আইফোন ৮ ও ৮ প্লাস

২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন টেন (এক্স) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে ছেড়েছিল অ্যাপল। অর্থাৎ, দশকপূর্তি উপলক্ষে নতুন আইফোনের ঘোষণা এল অ্যাপলের কাছ থেকে।

অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসের নামানুসারে রাখা নতুন ক্যাম্পাসের থিয়েটারে এই স্মার্টফোনগুলোর ঘোষণা দেন কুক। তিনি বলেন, আইফোনের এক দশক পার হওয়ায় সবশেষ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলো প্রতিষ্ঠানের জন্য মাইলফলক। বিশেষ করে আইফোন টেন উন্মুক্ত করে প্রথম আইফোন থেকে অনেক দূর এগিয়ে যাওয়া হলো।

আইফোন টেনে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিভাইসের নিরাপত্তা হিসেবে যুক্ত হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বা ফেস আইডি। আগামী নভেম্বর মাস থেকে আইফোন টেন বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ৯৯৯ মার্কিন ডলার।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাজারে পাওয়া যাবে আইফোন ৮ ও ৮ প্লাস।  এর দাম শুরু হবে ৬৯৯ মার্কিন ডলার ও ৭৯৯ মার্কিন ডলার থেকে।

নতুন তিনটি ফোনেই ওয়্যারলেস বা তারহীন চার্জিং প্রযুক্তি যুক্ত রয়েছে। অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার বলেন, গ্লাস বডির আইফোন ৮ ও ৮ প্লাস দুটি প্রথম স্মার্টফোন, যা অগমেন্টেড রিয়্যালিটির জন্য তৈরি করা হয়েছে। আগের আইফোনের চেয়ে এতে উন্নত প্রসেসর ও গ্রাফিকস ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে অ্যাপল স্মার্টওয়াচের হালনাগাদ ও স্ট্রিমিং ভিডিও সিস্টেম উন্মুক্ত করেছে। ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপল ওয়াচ সিরিজ ৩ পাওয়া যাবে। দাম শুরু ২৪৯ মার্কিন ডলার থেকে।