English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫৭

ফোর জি লাইসেন্সের গাইডলাইন অনুমোদিত

অনলাইন ডেস্ক
ফোর জি লাইসেন্সের গাইডলাইন অনুমোদিত

বাংলাদেশের জন্য ফোর জি গাইডলাইন চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। অনুমোদিত গাইডলাইন অনুযায়ী ফোর জি লাইসেন্সের জন্য আবেদন ফি ৫লাখ টাকা, লাইসেন্স অ্যাকুইজিশন ফি ১০ কোটি টাকা, এবং বার্ষিক লাইসেন্স ফি ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিতে পাঠনো চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এছাড়া  ফোর জির জন্য তিনটি ক্ষেত্রেই পৃথকভাবে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। লাইসেন্সপ্রাপ্তদের ৫ দশমিক ৫  শতাংশ হারে সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা তহবিলে প্রদানের শর্ত রাখা হয়েছে।

গাইডলাইন অনুযায়ী বেতার তরঙ্গ নিলামে অংশ নেওয়ার জন্য নিলামে অংশগ্রহণকারীদের ২১০০, ১৮০০ এবং ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের বেতার তরঙ্গে  অংশ নেওয়ার জন্য প্রতিটি ব্যান্ডের ক্ষেত্রে দরপত্র অগ্রিম মূল্য (বিড আর্নেস্ট মানি) ধরা হয়েছে  ১৫০ কোটি টাকা। এ ছাড়া নিলামের জন্য ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ক্ষেত্রে ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ১৮০০ ও ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে বিটিআরসি প্রাথমিকভাবে খসড়া ফোরজি গাইডলাইন চূড়ান্ত করে। পরে নানা পক্ষের মতামত নিয়ে একাধিকবার এ গাইডলাইন সংশোধন করা হয়। সর্বশেষ নিলামের ক্ষেত্রে ভিত্তিমূল্য নিয়ে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে আপত্তি করা হয়। যার ফলে সর্বশেষ সংশোধিত খসড়ার ভিত্তিমূল্যই রাখা হয়েছে চূড়ান্ত অনুমোদন পাওয়া এই গাইডলাইনে।