English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৭ ১২:৪৩

কম দামের সেরা মেটাল বডি স্মার্টফোনগুলো

অনলাইন ডেস্ক
কম দামের সেরা মেটাল বডি স্মার্টফোনগুলো

১. লেনোভো কে ৬ নোট

দাম: ১৭,৮০০ টাকা

স্পেসিফিকেশন: > ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি আই পি এস ডিসপ্লে > অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৫ জিপিউ > ৩/ ৪ জিবি র‍্যাম > ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো) > হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি ) > ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা  > ৪জি ভিওএলটিই > ৪০০০ এমএএইচ ব্যাটারি

২. রেডমি ৪

দাম: ১০ হাজার টাকা

স্পেসিফিকেশন: > ৫ ইঞ্চি এইচডি আই পি এস ডিসপ্লে > অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর > ২ / ৩/৪ জিবি র‍্যাম > ১৬/৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ > অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো), এম আই ইউ আই ৮ > হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি ) > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি > ৪১০০ এমএএইচ ব্যাটারী

৩. স‍্যামসাং গ্যালাক্সি জে ২ ২০১৬

দাম: প্রায় সাড়ে ১০ হাজার টাকা

স্পেসিফিকেশন: > ৫ ইঞ্চি (১২৮০x ৭২০ পিক্সেল) এইচডি সুপার এমোলেড ডিসপ্লে > ১.৫ গিগাহার্জ কোয়াড কোর স্প্রেডট্রাম এস সি ৮৮৩০ প্রসেসর সাথে মালি ৪০০ পি২ গিপিইউ > ১.৫ জিবি র‍্যাম > ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৬.০ (মার্শমেলো) > ডুয়াল সিম > ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি এলটিই > ২৬০০ এমএএইচ ব্যাটারি

৪. লেনোভো কে ৬ পাওয়ার

দাম: সাড়ে ১২ হাজার টাকা থেকে শুরু

স্পেসিফিকেশন: ৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি আই পি এস ডিসপ্লে

> অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৫ জিপিউ > ৩ জিবি র‍্যাম > ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো) > হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি ) > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি ভিওএলটিই > ৪০০০ এমএএইচ ব্যাটারি

৫. স‍্যামসাং গ্যালাক্সি অন ৭ প্রো

দাম: সাড়ে ১৫ হাজার টাকার একটু বেশি

স্পেসিফিকেশন: > ৫.৫ ইঞ্চি টি এফ টি ডিসপ্লে > ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর > ২ জিবি র‍্যাম > ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ > ডুয়াল মাইক্রো সিম > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সাথে রিয়ার ফ্ল্যাশ > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি এলটিই/ওয়াই ফাই > ব্লুটুথ ৪.১ ৩০০০ এমএএইচ ব্যাটারি

৬. কুলপ্যাড নোট ৫

দাম: সাড়ে ১৩ হাজার টাকা

স্পেসিফিকেশন: > ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি ফুললি ল্যামিনেটেড ডিসপ্লে, স্ক্র্যাচ রেসিসট্যান্ট গ্লাস প্রোটেকসান > ১.৫ গিগাহার্জ অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, সাথে এদ্রিনো ৪০৫ জিপিউ > ৪ জিবি র‍্যাম > ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো) > হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি ) > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি ভিওএলটিই > ৪০১০ এমএএইচ ব্যাটারি

৭. প্যানাসোনিক ইলুগা রে এস্ক

দাম: ১২ থেকে ১৪ হাজার টাকা

স্পেসিফিকেশন: > ৫.৫ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে > মিডিয়াটেক এমটিকে এমটি৬৭৩৭ প্রসেসর > ৩ জিবি র‍্যাম > ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪০০০ এমএএইচ পলিমার ব্যাটারি

৮. স‍্যামসাং গ্যালাক্সি জে ৩ প্রো

দাম: ১৩, ৯৯০ টাকা

স্পেসিফিকেশন: > ৫ ইঞ্চি (১২৮০x ৭২০ পিক্সেল) এইচডি সুপার এমোলেড ডিসপ্লে > ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর > ২ জিবি র‍্যাম > ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৫.১ (ললিপপ) > ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা, সাথে এলইডি ফ্ল্যাশ > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি এলটিই > ২৬০০ এমএএইচ ব্যাটারি

৯. শিয়াওমি রেডমি নোট ৪

দাম: ১৬,৩৯০ টাকা

স্পেসিফিকেশন > ৫.৫ ইঞ্চি (১৯২০x ১০৮০ পিক্সেল) ফুল এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে > অক্টাকোর স্ন‍্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, সাথে এদ্রিনো ৫০৬ জিপিউ > ২ / ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ > ৪জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ > মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যানডেবেল মেমোরি > অ্যানড্রয়েড ৬.০.১ (মার্শমেলো), এম আই ইউ আই ৮ > হাইব্রিড ডুয়াল সিম (মাইক্রো + ন্যানো / মাইক্রো এসডি ) > ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা > ৫ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা > ৪জি ভিওএলটিই > ৪১০০ এমএএইচ ব্যাটারি

সূত্র: ওয়ান ইন্ডিয়া