English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৭ ১৭:৫০

ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের 'ওয়াচ'

অনলাইন ডেস্ক
ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের 'ওয়াচ'

 

ইউটিউবকে টেক্কা দিতে এবার ‘ওয়াচ’ নামে নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ইউটিউব-এর সঙ্গে পাল্লা দেওয়ার প্রয়াস করছে জাকারবার্গের প্রতিষ্ঠান।

 

বুধবার এক ব্লগপোস্টে নতুন সেবার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক। শীঘ্রই গ্রাহকদের জন্য এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, ওয়াচ নামের এই সেবাটি অনেকটাই ইউটিউব-এর মতো

 

এই সেবার মাধ্যমে গ্রাহক তার নিজের নিউজ ফিডের বাইরে সহজেই ভিডিও ব্রাউজ করতে পারবেন। এছাড়া গ্রাহক চাইলে তার ওয়াচলিস্টও তৈরি করতে পারবেন।

 

প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সংখ্যক গ্রাহক এবং ভিডিও নির্মাতার জন্য ফিচারটি চালু করবে ফেসবুক। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।