৩,৯১৮ টি অবৈধ ওয়েবসাইট বন্ধ করল চীন

অনলাইন ডেস্ক : চীনের সাইবার স্পেস প্রশাসন জানিয়েছে, দেশটির ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৩,৯১৮ টি অবৈধ ওয়েবসাইট বন্ধ করেছে। মূলত যেসব ওয়েবসাইটগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, সংঘর্ষ এবং গুজব ছড়াচ্ছে, সেগুলোকেই বন্ধ করা হয়েছে। শনিবার (২২ জুলাই) এক বিবৃতিতে চীনা সাইবার স্পেস প্রশাসন এ খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, একই সময়ে এ সম্পর্কিত ৩১৬ টিরও বেশি মামলা বিচারিক সংস্থায় হস্তান্তর করা হয়েছে। এছ[ড়া চলতি বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ৮ লাখ ১০ হাজারেরও বেশি অবৈধ সাইবার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। অপরদিকে ৪৪৩ টি ওয়েবসাইটের মালিককে আইন ভাঙ্গার অপরাধে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এবং ১৭২ টি ওয়েবসাইটের মালিককে সতর্ক করা হয়েছে। সূত্র: আইএএনএস