English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৭ ১৬:০৫

উন্নত দেশে মিলবে না নকিয়া ৩৩১০

অনলাইন ডেস্ক
উন্নত দেশে মিলবে না নকিয়া ৩৩১০

প্রযুক্তি বিশ্বে নকিয়া ৩৩১০ ফোনটির ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। আর এরই মধ্যে উন্নত দেশের নকিয়া ভক্তদের জন্য খারাপ খবর নিয়ে এলো প্রতিষ্ঠানটি। বহুল আলোচিত নকিয়া ৩৩১০ ফোনটি কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মত উন্নত দেশে বিক্রি করবে না বলে জানিয়েছে নকিয়া।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফিচার ফোনের জন্য আদর্শ বাজার এশিয়া প্যাসিফিক, ইউরোপ, আফ্রিকা অঞ্চলের দেশগুলো। তাই এই সকল দেশে বাজারজাত করা হবে নকিয়া ৩৩১০ ডিভাইসটি। উন্নত দেশগুলোতে ফিচার ফোনের চাহিদা কম থাকায় দেশগুলোতে ফোনটি আনা হবে না।

এছাড়া উন্নত অনেক দেশে টুজির বদলে থ্রিজি এবং ফোরজি সেবা রয়েছে। পাশাপাশি নোকিয়া ৩৩১০এর ৯০০ এবং ১৮০০ হার্জ ফ্রিকোয়েন্সি ওই দেশগুলোর ফ্রিকোয়েন্সি সমর্থন করে না বলেও জানিয়েছে নকিয়া।

গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’তে ফিচার ফোনটি উন্মুক্ত করা হয়। ২০০০ সালে উন্মুক্ত হওয়া নকিয়া ৩৩১০ মডেলের ফোনের আদলেই এটি তৈরি করা হয়েছে ফোনটি